দিন কয়েক আগেই ‘মুকুট’ ধারাবাহিক ছেড়েছেন ‘দোল’ ওরফে অভিনেত্রী শ্রীপর্ণা রায়। অভিনেত্রী জানান, কোনও এক সমস্যার কারণে তিনি ধারাবাহিক ছাড়ছেন। ‘মুকুট’ ছাড়ার পর সপ্তাহ ঘুরতে না ঘুরতেই শ্রীপর্ণাকে দেখা গেল ‘গাঁটছড়া’ ধারাবাহিকে। জি বাংলা ছেড়ে সোজা জলসায় এন্ট্রি ‘মুকুট’ ধারাবাহিকের শ্রীপর্ণার।
Bagha Jatin: পুজোতেই তিন ভাষায় মুক্তি পেতে চলেছে 'বাঘাযতীন', প্রকাশ্যে দেবের ফার্স্টলুক
তবে সাম্প্রতিক এপিসোডে কেবলমাত্র শ্রীপর্ণার এক ঝলক দেখতে পাওয়া গিয়েছে। তবে এক ঝলক দেখেই দর্শকরা চিনে নিয়েছেন অভিনেত্রীকে। এদিকে দিন কয়েক আগেই সিরিয়াল ছেড়েছেন অভিনেত্রী সোলাঙ্কি রায়। ‘খড়ি’ সরে যাওয়ার পর থেকেই ধারাবাহিকের TRP ঠেকেছে তলানিতে। এখন দেখার শ্রীপর্ণা কতটা হাল ধরতে পারেন!