২০০২ সাল । লর্ডসের ব্যালকনিতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) সেই জার্সি ওড়ানোর দৃশ্য আজও ভুলতে পারেনি কেউ । ২১ বছর পর আবারও সেই দৃশ্য দেখবে বাঙালি । তবে, এবার বদলে গিয়েছে স্থান, তবে আবারও জার্সি উড়বে, ওড়াবেনও সৌরভই । কিন্তু কোথায়, কীভাবে ?
'দাদাগিরি'-র (Dadagiri) মঞ্চে লর্ডসের সেই ঐতিহাসিক মুহূর্তের স্মৃতি আবারও ফিরতে চলেছে । সম্প্রতি, চ্যানেলের তরফে একটি প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে । যেখানে দেখা যাচ্ছে, 'দাদাগিরি'-র মঞ্চে এক জন প্রতিযোগী এসেছেন অন্ধ্রপ্রদেশ থেকে । 'দাদা'-কে সামনে থেকে দেখতে পেয়ে স্বপ্নপূরণ হয়েছে তাঁর । তিনিই সৌরভকে আবারও সেই জার্সি ওড়ানোর অনুরোধ জানান । প্রথমে রাজি না হলেও বারবার অনুরোধের পর ভারতের জার্সি ওড়ালেন দাদা, তাও আবার 'দাদাগিরি'-র মঞ্চে । ভিডিও প্রকাশ্যে আসতেই দর্শকদের মধ্যে উৎসাহ দ্বিগুন হয়েছে । এপিসোডটি সম্প্রচারিত হবে ৬ অক্টোবর । এদিনই দাদাগিরি সিজন-১০-এর গ্র্যান্ড ওপেনিং ।
আরওপড়ুন, Tolly Actor's Childhood Photo : দাদাইয়ের কোলে খুদেটি কিন্তু এখন বং ক্রাশ ! কে বলুন তো, চিনতে পারেন ?
'দাদাগিরি' শুরু হচ্ছে ৬ অক্টোবর থেকে । শুক্র ও শনিবার রাত সাড়ে ৯টায় দেখা যাবে এই শো । এদিকে, এখনও শেষ হয়নি ডান্স বাংলা ডান্স । দাদাগিরি-র জন্য শনিবার আর দেখা যাবে না এই নাচের শো । শুধুমাত্র রবিবার রাত সাড়ে ৯টায় সম্প্রচারিত হবে ডান্স বাংলা ডান্স ।