কলকাতার মা উড়ালপুলে দুর্ঘটনার কবলে টেলি অভিনেতা সপ্তর্ষি মৌলিক ও তাঁর স্ত্রী সোহিনী সেনগুপ্ত। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে। অল্পের জন্য রক্ষা পান দম্পতি। সমাজমাধ্যমে নিজেদের দুর্ঘটনার কথা জানান সপ্তর্ষি। তবে পাশাপাশি তিনি জানান, গাড়িচালকের সৌজন্য তাঁরা একদম ঠিক আছেন।
সোশ্যাল মিডিয়ায় সপ্তর্ষি জানান, অন্য একটি গাড়ির চালক ভুল দিক থেকে ওভারটেক করে। অন্য একটি গাড়িকে ধাক্কা দেয়। সেতু থেকে পড়ে যেতেও পারতেন বলে দাবি অভিনেতার। গাড়ির চালকের সৌজন্য বেঁচেছেন বলে দাবি অভিনেতার।
কলকাতা পুলিশকেও এই ঘটনার ব্যবস্থা নেওয়ার আবেদন করেন সপ্তর্ষি। তিনি লেখেন, "অনুগ্রহ করে ব্যবস্থা নিন। আমাদের সুরক্ষা নির্ভর করে কলকাতা পুলিশের উপর।" সপ্তর্ষি, সোহিনী ছাড়াও গাড়িতে ছিলেন তাঁদের আরও ২ বন্ধু।