মাত্র ২৪ বছরেই ঐন্দ্রিলার (Aindrila Sharma passes away) লড়াই শেষ । তাঁর মৃত্যুর খবর সামনে আসতেই শোকাহত টলিউড ইন্ডাস্ট্রি, তাঁর অনুরাগী, তাঁর শুভাকাঙ্খীরা । মেয়েকে হারিয়ে ভেঙে পড়েছে ঐন্দ্রিলার পরিবার । আর সব্যসাচী ? যে, ঐন্দ্রিলার (Aindrila Sharma Dies) সঙ্গেই দিন-রাত লড়ে গিয়েছেন, আজ তাঁরও লড়াই শেষ হল । শনিবার সন্ধেয় হার্ট অ্যাটাকের খবর আসার পরই সব্যসাচী ঐন্দ্রিলার স্বাস্থ্য সংক্রান্ত সব পোস্ট ডিলিট করে দিয়েছিলেন । আর আজ, ঐন্দ্রিলার মৃত্যুর খবর আসতেই সোশ্যাল মিডিয়া থেকেই নিজেকে সরিয়ে নিলেন সব্যসাচী চৌধুরী ।
ঐন্দ্রিলা যখন দ্বিতীয়বার ক্যানসারে আক্রান্ত, তখন ফেসবুক পেজে অভিনেত্রীর স্বাস্থ্য সংক্রান্ত খবরের আপডেট দিতেন সব্য-ই । আর যেদিন ক্যানসার মুক্ত হলেন ঐন্দ্রিলা, তাঁর লেখনীতে ছিল কঠিন লড়াই জিতে যাওয়ার আভাস । আর ঐন্দ্রিলা যখন ব্রেন স্ট্রোক হয়ে হাসপাতালে ভর্তি হলেন, তখনও তিনি আপডেট দিয়েছেন । বারবার বলেছেন, মিরাকলের প্রার্থনা করতে । তাঁর দৃঢ় বিশ্বাস ছিল ঐন্দ্রিলা ফিরবেই । এ লড়াইও জিতবেন তাঁরা । কিন্তু, তা আর হল কই । লড়াইয়ে জিততে পারলেন না । হার মানতেই হল । যে ফেসবুকে জড়িয়ে রয়েছে ঐন্দ্রিলার স্মৃতি, ঐন্দ্রিলার কথা,সেই ফেসবুক অ্যাকাউন্টই এখন নেই । সব্যসাচী অ্যাকাউন্ট ডিলিট অথবা ডিঅ্যাক্টিভেট করেছেন কি না, তা জানা নেই কারও । তবে,রবিবার ঐন্দ্রিলার মৃত্যুর খবর সামনে আসতেই সোশ্যাল মিডিয়া থেকে সরলেন সব্যসাচী ।
১ নভেম্বর ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে হাওড়ার হাসপাতালে ভর্তি হন ঐন্দ্রিলা । তারপর থেকে টানা ১৯ দিন তাঁর জ্ঞান ফেরেনি । এরই মধ্যে একাধিকবার হার্ট অ্যাটাক হয় তাঁর । মিরাকলের জন্য প্রার্থনা করেছিলেন সব্যসাচী । তাঁর বিশ্বাস ছিল, ঐন্দ্রিলা ফিরবে । ও ফাইটার । কিন্তু, যতদিন গিয়েছে ঐন্দ্রিলার শারীরির অবস্থার অবনতি হয়েছে । এরই মধ্যে একাধিকবার হার্ট অ্যাটাক । সব্যও আশা ছেড়ে দিয়েছিলেন । কিন্তু, মিরাকল হয় । মিরাকল ঘটিয়ে সেখান থেকেও ফিরে আসে ঐন্দ্রিলা । সব্য জানান,ধীরে ধীরে ভাল হচ্ছে ঐন্দ্রিলা । কিন্তু, শনিবার সকালেই হাসপাতালের তরফে বলা হয়, ঐন্দ্রিলার অবস্থা সংকটজনক। ১০০ শতাংশ ভেন্টিলেশনে রয়েছেন অভিনেত্রী । তাঁর রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে ইনোট্রোপেস দেওয়া হয়েছে। তাঁর শরীরে গ্লাসগো কোমা স্কেলের মাত্রা ৫, যা সাধারণ মানুষের শরীরে থাকে ১৫। এর পরেই শনিবার সন্ধেয় ফের কার্ডিয়াক অ্যারেস্ট হয় । যা চিন্তা বাড়িয়েছে চিকিৎসকদের । যদিও এরপরেই তাঁকে 'রিভাইভ' করা সম্ভব হয়েছিল বলেই প্রাথমিক ভাবে দাবি করা হয়েছিল । এদিকে, দ্বিতীয়বার কার্ডিয়াক অ্যারেস্টের পরেই ঐন্দ্রিলা সংক্রান্ত সব পোস্ট ডিলিট করেন সব্যসাচী । কেন পোস্ট ডিলিট করলেন, তা নিয়ে শুরু হয় জল্পনা । জল্পনার মধ্যে রবিবার সকালে জানা যায়, শনিবার রাতে আরও অবস্থার অবনতি হয়েছে অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার । আর রবিবার সব শেষ ।