স্টার জলসার 'ধন্যি মেয়ে' ধারাবাহিক থেকে কেরিয়ার শুরু করেন রনিতা৷ এরপর ' ইষ্টিকুটুম ' ধারাবাহিকে দুর্দান্ত অভিনয়ের পর রণিতার থেকে বেশি তিনি ‘বাহা’ নামেই পরিচিত। ১৪ বছর ইন্ডাস্ট্রিতে কাটিয়ে ফেলেছেন তিনি। ১০ বছরের প্রেম অভিনেতা সৌপ্তিক চক্রবর্তীর সঙ্গে। সোশ্যাল মিডিয়ায় তাঁদের মাখো মাখো ছবি ধরা পড়ত প্রায়ই। কিন্তু এই মুহূর্তে প্রেম নিয়ে কোনও মন্তব্য করতে চান না রনিতা। কানাঘুঁষো শোনা যাচ্ছে তাঁদের সম্পর্কটা নাকি ভাল অবস্থাতেও নেই।
এই প্রসঙ্গে, আনন্দবাজার অনলাইনে রনিতা জানান , ‘প্রত্যেকটা সম্পর্কের সময়সীমা থাকে। আমার মনে হয় কোনও কিছু সঠিক ভাবে না চললে সেটাকে টেনে লম্বা করার কোনও মানে নেই। সেটাকে একটা বন্ধুত্বপূর্ণ জায়গায় রাখা উচিত। কারণ সেটা যত বাড়ানো হবে ততই তিক্ততা বাড়বে।’ এই মুহূর্তে কাজেই মন দিতে চান অভিনেত্রী।