শিবরাত্রির দিন জন্মেছিলেন বলে নাম রাখা হয়েছিল শিবু। কথা হচ্ছে টলিউডের বিখ্যাত পরিচালক রাজ চক্রবর্তীকে নিয়ে। তারিখ অনুযায়ী রাজের জন্মদিন ভাষা দিবস অর্থাৎ ২১ ফেব্রুয়ারি। কিন্তু তাঁর জন্মতিথি শিবরাত্রিই। এবার রাজের জন্মতিথি সেলিব্রেট হল 'গোধূলি আলাপের' সেটে।
এদিন পরিচালককে সেটে পেতেই কেক নিয়ে হাজির সকলে। পরিচালককে ঘিরে ধরে চলল সেলিব্রেশন। দুদিন পর জন্মদিন, আজ জন্মতিথি। রাজও হাসির ছলে জানালেন তাঁর শিবু নামের পিছনের গল্প। সেটে উপস্থিত ছিলেন কৌশিক সেন, ভাস্বর চট্টোপাধ্যায়, সোহাগ সেনের মতো শিল্পীরাও। কেকে লেখা 'আগাম জন্মদিন'।