সদ্য কালীপুজো গিয়েছে । বাড়িতে তো প্রচুর বাজি ফাটিয়েছেন অনেকে, ফুলঝুড়ি, রংমশাল...এছাড়া যতই নিষেধ থাকুক, একটু-আধটু চকলেট বোমাও ফেটেছে । কিন্তু, জানেন কি টলি ইন্ডাস্ট্রির চকোলেট বোমা কে, কিংবা ফুলঝুড়ি ? সম্প্রতি, দিদি নং ওয়ান-এ একেক অভিনেতাকে একেক রকমের বাজির সঙ্গে তুলনা করলেন রচনা বন্দ্যোপাধ্যায় ।
দীপাবলী স্পেশ্যাল এপিসোডে দিদি নং ওয়ানে এসেছিলেন টলি অভিনেত্রীরা । সেখানেই দেবলীনা কুমার বেশ কয়েকটি বাজির নাম করেন । তারপর ওই বাজিগুলির সঙ্গে কোন টলি নায়ক-নায়িকাদের তুলনা করা যায়, সেই বিষয়ে প্রশ্ন করেন রচনাকে । সেখানেই রচনা জানান, টলিউডের ফুলঝুরি হল ঋতুপর্ণা সেনগুপ্ত, ছুঁচোবাজি নাকি যিশু আর চকোলেট বোমা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় । আর রকেট ? টলিউডে এখনও নাকি রকেটের মতো কেউ আসেইনি । তার জন্য অপেক্ষা করতে হবে ।
সম্প্রতি, পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার মাচা শো করতে গিয়ে বিতর্কের মুখে পড়েন রচনা বন্দ্যোপাধ্যায় । জানা গিয়েছে, কালীপুজোর অনুষ্ঠানে যোগ দিতে একটি সরকারি স্টিকার লাগানো গাড়ি করে আলেয়া ক্লাবে পৌঁছেছিলেন রচনা । সরকারি পদে না থেকেও কীভাবে গাড়িতে লাগানো হল এই স্টিকার ? রচনার সাফাই, তিনি কিছুই জানেন না । ওই গাড়ি উদ্যোক্তারাই তাঁকে পাঠিয়েছিলেন ।