রোহিত-ফুলকি-র মাঝে বারবার দেওয়াল হয়ে দাঁড়াচ্ছে শালিনী । তাঁদের মধ্যে ভুল বোঝাবুঝি মিটছেই না কিছুতেই । এবার ধারাবাহিক ফুলকি-তে নয়া মোড় । রোহিতকে ডিভোর্সের নোটিশ পাঠাল ফুলকি । এবার কী করবে রোহিত ? শেষপর্যন্ত কি আলাদা হয়ে যাবে রোহিত-ফুলকির পথ ? প্রকাশ্যে এল ধারাবাহিকের প্রোমো ।
প্রোমোতে দেখা যাচ্ছে, রোহিতের হাতে ডিভোর্সের নোটিশ । পাঠিয়েছে আবার ফুলকি । রোহিতের বোনই ফুলকির উকিল । ফুলকি রোহিতকে জানায়, এবার তাকে আর শালিনী ম্যাডামের মধ্যে যে কোনও একজনকে বেছে নিতে হবে । রোহিত কি সত্যিই শালিনীকে বেছে নেবে নাকি, ভালবাসার নতুন গল্প শুরু হবে দু'জনের মধ্যে ? আগামী পর্বেই তার উত্তর মিলবে ।
টিআরপি তালিকায় প্রথম থেকেই ছক্কা হাঁকাচ্ছে ফুলকি । গত কয়েক সপ্তাহ ধরে দুই নম্বরে রয়েছে ফুলকি । গল্পে নিত্যনতুন মোড় দর্শকদের আকর্ষণ করছে ।