বিয়ে সেরে ফেললেন ছোটপর্দার জনপ্রিয় তারকা সোনামণি সাহা এবং প্রতীক সেন? সোশ্যাল মিডিয়ায় অন্তত এমনই ছবি ঘুরছে। আসলে এই নিয়ে দ্বিতীয়বার পর্দাতেই বিয়ে সারলেন তারা। লীনা গঙ্গোপাধ্যায়ের ধারাবাহিক ‘এক্কা দোক্কা’র সেটে মালাবদল থেকে গায়ে হলুদ সারলেন পর্দার অনির্বাণ রাধিকা। যদিও শুরুতে পোখরাজ-রাধিকার বিয়ে হয়েছে।
Pori Moni : পঞ্চমবার বিয়ে পিঁড়িতে পরীমণি ! বাংলাদেশের প্রাক্তন ক্রিকেট অধিনায়কের থেকে পেলেন প্রস্তাব
কিন্তু সেই সম্পর্ক টেকেনি। নতুন জীবনে ফেরেন রাধিকা। কিন্তু বিয়েতে নাকি বেঁকে বসেছিলেন রাধিকা। তাহলে মোহরের জুটি কি এবার ফিরতে চলেছে আৰু একবার টিভির পর্দায়? এখন এই প্রশ্নই ঘুরপাক দর্শকদের মনে।