নায়ক একজন বড় তারকা, বাংলার আইকন । আর নায়িকা একজন সাধারণ চিঠিওয়ালি । সম্পূর্ণ বিপরীত দুনিয়ার দুটো মানুষের মধ্যে প্রেমের গল্প নিয়ে আসছে স্টার জলসার (Star Jalsha) নতুন ধারাবাহিক 'সাহেবের চিঠি' (Saheber Chithi) । এই ধারাবাহিকের (New Tele Serial) মধ্যে দিয়ে প্রথম জুটি বাঁধছেন প্রতীক সেন (Pratik Sen) ও দেবচন্দ্রিমা সিংহ রায় (Debchandrima Singha Roy) ।
সম্প্রতি, চ্যানেলের তরফে ধারাবাহিকের একটি প্রোমো শেয়ার করা হয়েছে । প্রোমোতে দেখা যাচ্ছে, মোবাইল, ই-মেলের দুনিয়ায় চিঠি বিলি করে সংসার চালায় পোস্টওম্যান 'চিঠি' । অন্যদিকে, সাহেব মুখার্জি বাংলার আইকন । অভিনয়, গান, ফুটবল সবকিছুতে সেরা । কিন্তু, এখন সবকিছু থেকে সরে এসেছেন । নিজেকে আর তারকা পরিচয় দিতে রাজি নন তিনি । কিন্তু কেন ? এরই মধ্যে সাহেবের সঙ্গে দেখা হয় চিঠির । এক অনুরাগীর চিঠি পৌঁছে দিতে তারকার বাড়ি পর্যন্ত পৌঁছে যায় চিঠি । তখনই সামনে আসে আসল সত্যিটা । চিঠি জানতে পারে, সাহেবের একটা পা নেই । সাহেবকে ভেঙে না পড়ে ফের উঠে দাঁড়ানোর পরামর্শ দেয় চিঠি । এভাবেই শুরু হবে সাহেব ও চিঠির নতুন গল্প । যা দেখার অপেক্ষায় দর্শকরা ।
আরও পড়ুন, Tapsee Pannu: 'মিস্টার কোচ, তুমি আমাদের গর্বিত করলে' টমাস কাপ জয়ের পর প্রেমিককে লিখলেন তাপসী
প্রতীক ও দেবচন্দ্রিমার জুটি নতুন । দুই তারকার আগের মেগা ছিল সুপার ডুপার হিট। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক 'মোহর'-এ দেখা গিয়েছিল প্রতীককে । অন্যদিকে, 'সাঁঝের বাতি' ধারাবাহিকে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন দেবচন্দ্রিমা । এবার এই নতুন জুটির রসায়ন দেখতে উৎসুক দর্শকরা । কবে থেকে এই ধারাবাহিক সম্প্রচারিত হবে, সেই বিষয়ে এখনও কিছু চ্যানেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়নি ।