Pallavi Dey Death: টেলি অভিনেত্রী পল্লবীর বিলাসবহুল জীবন, কত আয় বর্তমান টেলিভিশন শিল্পীদের

Updated : May 19, 2022 16:44
|
Editorji News Desk

বাংলা ধারাবাহিকে অভিনয় করে অডি গাড়ি, রাজারহাটে ফ্ল্যাট, বিলাসবহুল জীবনযাপন ছিল টেলি অভিনেত্রী পল্লবী দের। পল্লবীর মৃত্যুর পর গ্রেফতার করা হয়েছে লিভ ইন পার্টনার সাগ্নিক চক্রবর্তীকে। মাত্র ৩-৪ বছরের কেরিয়ারে কীভাবে এত প্রতিপত্তি তৈরি হয়েছিল পল্লবী দের! এতটা উপার্জন কি সম্ভব! হ্যাঁ, সম্ভব। বর্তমানে যারা টেলিভিশন জগতে কাজ করেন, তাঁদের মাসিক আয় ভালই।

পল্লবীর এক বান্ধবী প্রত্যুষা জানান, সিরিয়াল অভিনেতাদের পারিশ্রমিক ততটা না হলেও, গ্রামবাংলায় অনেক শো থাকে। তার মাধ্যমেই অধিকাংশ উপার্জন করেন টেলি অভিনেতারা। এখনও ঘরে ঘরে ধারাবাহিক দেখার চল গ্রামবাংলাতেই বেশি। জনপ্রিয় চরিত্রগুলির অভিনয় দেখার জন্য অনেকটাই ভিড় হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে পল্লবীর লিভ-ইন পার্টনার ও মূল অভিযুক্ত সাগ্নিক চক্রবর্তী বেশ সচ্ছল পরিবারের ছেলে। টেলি অভিনেতা পল্লবী দে-র সঙ্গে রাজারহাটের ফ্ল্যাটে থাকত সাগ্নিক। জানা গিয়েছে, এই ফ্ল্যাটের দাম ৮০ লক্ষ টাকা। যার মধ্যে ৫৭ লক্ষ টাকা নিজে দিয়েছিলেন পল্লবী। এছাড়া তালিকায় আছে দামী অডি গাড়ি। বুধবার সাগ্নিকের মা জানান, এই গাড়ি কেনার জন্য ৯ লক্ষ টাকা তাঁর পরিবার দিয়েছে। এই গাড়ি কেনার বাকি টাকা ছিল পল্লবীরই।

তবে এই বাজারেও টেলি অভিনেতাদের ভাল উপার্জন সম্ভব। জানা গিয়েছে, বাংলা টেলি ইন্ডাস্ট্রিতে অভিনেতাদের রোজগার মাসে ১ লক্ষ থেকে ৬ লক্ষ টাকা। অভিনেত্রীদের রোজগার ৬০ হাজার থেকে ২ লক্ষ টাকা। এখনও পর্যন্ত সর্বাধিক পারিশ্রমিক পান টেলি অভিনেতা প্রতীক সেন। তাঁর মাসিক আয় ৬ লক্ষ টাকা। দৈনিক চুক্তি অনুযায়ী তিনি ১৫-২০ হাজার টাকা রোজগার করেন। সর্বাধিক পারিশ্রমিক পান অভিনেত্রী মানালি দে। তাঁর মাসিক পারিশ্রমিক ৫ লক্ষ টাকা। এই তালিকায় আছেন সোলাঙ্কি রায়, সোনামণিও। সোলাঙ্কির মাসিক পারিশ্রমিক ৪ লক্ষ টাকা। সোনামণির রোজগার ৩ লক্ষ টাকা।

Tele Actress Death MysteryPallavi DeySagnik ChakrabortyPallavi Dey Death

Recommended For You

editorji | বিনোদন

Abhishek-Sharly : শার্লির চোখে জল, স্নেহচুম্বন অভিষেকের, বিয়ের ভেন্য়ু থেকে মেনু...দেখে নিন একঝলকে

editorji | বিনোদন

Arindam Sil : 'অন্য মহিলার সঙ্গে থাকতে চেয়েছিলেন,...পালিয়ে এসেছি', বিস্ফোরক অরিন্দমের স্ত্রী

editorji | বিনোদন

Sourav Ganguly : নেই সৌরভ, ১২৫ কোটি-র চুক্তিতে 'ঘর বদল', 'দাদাগিরি' কি বন্ধ হয়ে যাবে ?

editorji | বিনোদন

Serial Jagadhatri : সিঙ্ঘম স্টাইলে জ্যাসের মেয়ে দুর্গা-র এন্ট্রি, মিঠিঝোরা-তে নয়া মোড়

editorji | বিনোদন

Garia Hat Sale: গড়িয়াহাটের সেলে কী কী মেলে? রইল চোখ ধাঁধানো ১০ কালেকশনের হৃদিশ