বদলে গেল অরিন্দমের নোলক ! গাঁয়ের সাধা-সিধে মেয়ে নোলক এবার সরাসরি উকিল । টেক্কা দেবে বিখ্যাত উকিল অর্থাৎ তার স্বামী অরিন্দম রায়কে । হ্যাঁ, ঠিকই শুনেছেন । 'গোধূলি আলাপ' ধারাবাহিকের গল্পে আসতে চলেছে নতুন মোড় ।
সম্প্রতি, জি বাংলার তরফে ধারাবাহিকে একটি প্রোমো সামনে এসেছে । যেখানে দেখা যাচ্ছে, হাইপ্রোফাইল দম্পতির ডিভোর্স কেস লড়ছে অরিন্দম রায় । সেখানেই বেশ কিছুদিন পরে অরিন্দমের মুখোমুখি হতে চলেছে নোলক । একেবারে উকিলের বেশে । ডিভোর্স কেসে অরিন্দমের বিপক্ষ উকিল হয়ে লড়বে নোলক । যারা স্বামী-স্ত্রী ছিল, তারাই এবার আদালতে একে অপরের বিপক্ষে লড়বে । বদলে যাবে দু'জনের সম্পর্কের সমীকরণ ।
এই মুহূর্তে ধারাবাহিকে দেখানো হচ্ছে নোলক-অরিন্দমের ডিভোর্সের পর্ব । তাঁদের সম্পর্কে চিড় ধরেছে । তাঁদের মাঝে এসে পড়েছে অরিন্দমের প্রথম পক্ষের স্ত্রী ও মেয়ে । যদিও, গোটাটাই একটা ষড়যন্ত্র । অরিন্দমের কোনওদিন আগে বিয়েই হয়নি । নোলক ও অরিন্দমকে আলাদা করতেই এসব ষড়যন্ত্র । তার আঁচ নোলক যে পায়নি, তা নয় । নানা ছুতোয় ডিভোর্স আটকাতে চাইছে সে । কিন্তু, শেষ পর্যন্ত কি সত্যিই আলাদা হয়ে যাবে নোলক-অরিন্দম । প্রোমোতে, বহুদিন পর তাঁদের দেখা হওয়ার কথা বলা হচ্ছে । শেষপর্যন্ত কী হয়,তা জানতে আগামী পর্বগুলির জন্য অপেক্ষা করতে হবে দর্শকদের ।