প্রায় প্রতিমাসেই কোনও না কোনও নতুন মেগা আসে। আর স্বল্প দিনেই জনপ্রিয়ও হয়ে ওঠে সেসব। এবার স্টার জলসার পর্দায় আসছে আরও একটি নতুন ধারাবাহিক ‘চিনি’, ধারাবাহিকে মুখ্য ভূমিকায় থাকছেন ‘খেলনা বাড়ির’ গুগলি ওরফে অভিনেত্রী ইন্দ্রাণী ভট্টাচার্য। তাঁর বিপরীতে লম্বা বিরতির পর ধারাবাহিকে ফিরছেন অভিনেতা সোমরাজ মাইতি। সম্প্রতি প্রকাশ্যে এসেছে সিরিয়ালের প্রথম প্রোমো।
Zee Bangla Mukto Mancha: বাংলার প্রতিভাদের সুযোগ দেবে জি বাংলা, আসছে রিয়ালিটি শো 'মুক্ত মঞ্চ'
রহস্যে মোর রায়চৌধুরী বাড়িতে যাবে ড্রাইভারের মেয়ে চিনি। তারপরই হঠাৎ তাঁর চোখের সামনে ভেসে ওঠে এক ভয়ঙ্কর দৃশ্য। মা মরা মেয়ের, ঘোর কাটায় ঐবাড়ির ছেলে দ্রোণ। পরাবাস্তব বা অলৌকিকতার চাহিদা ছোটপর্দায় বরাবরের। এবার চিনি শুরুর অপেক্ষায় ধারাবাহিকের দর্শকেরা।