Kon Gopone Mon Bheseche Serial : অনিকেতের নামে সিঁদুর পরবে অহনা ! শ্যামলী কি পারবে আটকাতে ?

Updated : Jul 20, 2024 06:08
|
Editorji News Desk

অনিকেত-শ্যামলীর জীবনে একের পর এক ঝড় । কাছে এসেও আসা হচ্ছে না তাঁদের । শ্যামলী তো বহুদিনই মন দিয়েছে অনিকেতকে । গোপনে অনিকেতও যে শ্যামলীকে ভালবাসে তা সে নিজেই হয়তো জানে না । তবে, অনিকেতের জীবনে ফিরে এসেছে তার প্রাক্তন অহনা । শ্যামলীর জায়গা নিতে চায় অহনা । বারবার অনিকেত ও শ্যামলীর মধ্যে দূরত্ব তৈরির চেষ্টা করছে সে । কিন্তু,চেষ্টা করেও কোনও লাভ হচ্ছে না । শ্যামলীর বারবার হারিয়ে দিচ্ছে অহনাকে । কিন্তু, অনিকেতের নামে এবার সিঁদুর পরবে অহনা । সম্প্রতি একটি প্রোমো ঘিরে হইচই পড়ে গিয়েছে । শ্যামলী কি পারবে আটাকাতে ? প্রোমোর শেষেই মিলবে টুইস্ট ।

প্রোমোতে দেখা যাচ্ছে, সিঁদুর কৌটো খুঁজছে শ্যামলী । তখনই এন্ট্রি হয় অহনার । সিঁদুর কৌটো হাতে তুলে নেয় সে । জানায়, অনিকেতের দেওয়া সিঁদুর পরবে সে । কিন্তু, তারপরেই আসে টুইস্ট । দেখা যায়, সিঁদুর কৌটো খালি ।  তারপরই শ্যামলী বের করে আনে আসল সিঁদুর কৌটো । সিঁদুরে রাঙল শ্যামলীর সিঁথি । এরপরই শ্যামলী জানিয়ে দেয়, নিজের সিঁদুর কীভাবে আগলে রাখতে হয়, তা সে জানে । অর্থাৎ বোঝা যাচ্ছে অহনা যতই কাঁটা হওয়ার চেষ্টা করুক, সেই কাঁটাকেও উপড়ে ফেলবে শ্যামলী ।

সিরিয়ালের শুরুতে দেখা যায়, শ্যামলীকে বাধ্য হয়ে বিয়ে করে অনিকেত । শ্বশুরবাড়ির তরফে শ্যামলীর ভাগ্যে জুটছে শুধু অপমান ও লাঞ্ছনা । কিন্তু, তারপরেও পরিবারের পাশে থেকেছে। বিপদ থেকে অনিকেতকে বাঁচিয়েছে । ধীরে ধীরে অনিকেতরও বিশ্বাস জয় করেছে । মনেও যে জায়গা করে নিয়েছে তা বোঝাই যাচ্ছে । কিন্তু, অনিকেতের মা চায় না, শ্যামলী অনিকেতের জীবনে থাকুক । তাইতো অহনাকে সে ফিরিয়ে এনেছে, আর তার সঙ্গ দিচ্ছে অনিকেতের ভাই ও ভাইয়ের স্ত্রী । সব বাধা অতিক্রম করে কি শ্যামলী পারবে অনিকেতের জীবনে জায়গা করে নিতে ?

Tele Serial

Recommended For You

editorji | বিনোদন

Abhishek-Sharly : শার্লির চোখে জল, স্নেহচুম্বন অভিষেকের, বিয়ের ভেন্য়ু থেকে মেনু...দেখে নিন একঝলকে

editorji | বিনোদন

Arindam Sil : 'অন্য মহিলার সঙ্গে থাকতে চেয়েছিলেন,...পালিয়ে এসেছি', বিস্ফোরক অরিন্দমের স্ত্রী

editorji | বিনোদন

Sourav Ganguly : নেই সৌরভ, ১২৫ কোটি-র চুক্তিতে 'ঘর বদল', 'দাদাগিরি' কি বন্ধ হয়ে যাবে ?

editorji | বিনোদন

Serial Jagadhatri : সিঙ্ঘম স্টাইলে জ্যাসের মেয়ে দুর্গা-র এন্ট্রি, মিঠিঝোরা-তে নয়া মোড়

editorji | বিনোদন

Garia Hat Sale: গড়িয়াহাটের সেলে কী কী মেলে? রইল চোখ ধাঁধানো ১০ কালেকশনের হৃদিশ