বন্ধ হয়ে যাচ্ছে 'খেলনা বাড়ি' । ইতিমধ্যেই ধারাবাহিকের শুটিং শেষ হয়েছে । সেখবর সকলেরই জানা । কিন্তু, মিতুলের মৃত্যু দিয়েই হবে কি শেষ হবে ধারাবাহিক? সম্প্রতি, 'খেলনা বাড়ি'-র একটি প্রোমো দেখে সেরকমই ইঙ্গিত পাওয়া গেল ।
প্রোমোতে দেখা গেল, বলিকাঠে ধারাবাহিকের নায়িকা । চারপাশে অন্ধকার । চিৎকার করছে মিতুল । হঠাৎই সেখানে এন্ট্রি হয় মনোরমা অর্থাৎ গুগলির শাশুড়ির । খড়্গ হাতে বলি দিতে যায় মিতুলকে । সেক্ষেত্রে,শেষপর্যন্ত কি মৃত্যু হবে ধারাবাহিকের নায়িকার ? গুগলিকে বাঁচালেও মিতুল নিজেকে বাঁচাতে পারবে কি ? তার জন্য অপেক্ষা করতে হবে দর্শকদের । তবে যতদূর জানা যাচ্ছে, হ্যাপি এন্ডিং-ই হবে ধারাবাহিকের ।
'খেলনা বাড়ি'শেষ হচ্ছে । তাই স্বাভাবিকভাবেই মন খারাপ আরাত্রিকার । হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে আরাত্রিকা জানিয়েছেন, খেলনা বাড়ি শেষ হচ্ছে জানার পর প্রথম যে কথাটা মাথায় আসে, সেটা হল মিতুল চরিত্রটা আর তাঁর সঙ্গে থাকবে না । তাঁকে আর ফ্লোরে কেউ ডাকবে না, মিতুল শটটা দিয়ে যা । মন খারাপের পাশাপাশি সবশেষে খুশিও আরাত্রিকা । তাঁর কথায়, 'খারাপ লাগা তো রয়েছে। তবে অনেকদিন একটা সিরিয়াল চললে, অনেকে বলে- এবার সিরিয়ালটা বন্ধ হোক। সেই পর্যায়ে যাওয়ার আগে আমাদের খেলনা বাড়ি ব়্যাপ আপ হচ্ছে তাতে আমি ভীষণ খুশি।' জানা গিয়েছে, নভেম্বরের তৃতীয় সপ্তাহেই ধারাবাহিকের শেষ সম্প্রচার ।