'লক্ষ্মী কাকিমা সুপারস্টার' (Lokkhi Kakima Superstar) ধারাবাহিকে (Tele Serial) এবার লক্ষ্মী কাকিমার নতুন রূপ দেখতে পাবেন দর্শকরা । 'লক্ষ্মী কাকিমা'-র কথায়, এতদিন তার ভালটা দেখেছে সবাই, এবার খারাপটা দেখতে হবে । গল্পে নতুন মোড় আসতে চলেছে । আসলে, লক্ষ্মী কাকিমার বর দেবুদা কিডন্যাপ হয়েছে । তাকে বাঁচাতেই এবার 'রণংদেহি'মূর্তিতে ধরা দেবে লক্ষ্মী । নতুন প্রতিপক্ষকে টেক্কা দিতে এবার নাকি কিডন্যাপারদের বাঁশ হাতে পেটাবে কাকিমা ! ধারাবাহিকের নতুন প্রোমো সেকথাই বলছে । আর ইতিমধ্যেই সেই প্রোমো নিয়ে ট্রোলও শুরু হয়েছে ।
প্রোমোতে দেখানো হচ্ছে, দেবুদা নিঁখোজ । হাঁস দৌড়ে এসেছে লক্ষ্মীদি-কে জানায় আঙ্কলের এখনও খোঁজ পাওয়া যায়নি। পুলিশ বলছে হয়ত কিডন্যাপড। এরপরই রণংদেহী মূর্তি দেখা যায় লক্ষ্মী কাকিমার। লক্ষ্মী জানিয়ে দেয়, তাঁর সিঁথির সিঁদুরে কেউ হাত দেওয়ার চেষ্টা করলে, সেই হাত সে ভেঙে দেবে । এরপরই বাঁশ হাতে নিতে দেখা যায় তাকে । প্রোমো সামনে আসার পর থেকে ট্রোলিংয়ের বন্যা বয়ে যায় । কেউ লিখেছেন,ওভার অ্যাক্টিং । কেউ আবার লেখেন, কাকিমার এই রণংদেহী মূর্তি দেখে ভয় লাগছে।
আরও পড়ুন, Srabanti Chatterjee : শ্রাবন্তীর সঙ্গে ছবি অভিরূপের, লিখলেন বিশেষ শব্দ, ব্রেক-আপের খবর কি ভুয়ো ?
উল্লেখ্য, কিছুদিন আছে ধারাবাহিকে লক্ষ্মী কাকিমার প্রেগন্যান্সি ট্র্যাক নিয়ে বেশ সমালোচনা হয় নেটমাধ্যমে । নানা কটূক্তি ধেয়ে আসে । পরে যদিও জানা যায়, লক্ষ্মী কাকিমার প্রেগন্যান্সি রিপোর্ট অদল-বদল হয়েছিল, তিনি অন্তঃসত্ত্ব নন। এবার নতুন প্রোমো সামনে আসতেই ফের ট্রোলের শিকার হতে হল ধারাবাহিককে ।