আসছে করুনাময়ী রাণী রাসমনি । আবারও রানিমার চরিত্রে দিতিপ্রিয়া রায়? সম্প্রতি, জি বাংলার তরফে একটি প্রোমো প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গিয়েছে । প্রোমোতে, রানিমা রূপে দিতিপ্রিয়াকেই দেখা যাচ্ছে । একইসঙ্গে জানিয়ে দেওয়া হল সম্প্রচারের তারিখ ও সময়ও । সত্যিই কি তাহলে রাসমনিকে নিয়ে দিতিপ্রিয়া ফিরছেন ?
ছোটপর্দায় দিতিপ্রিয়া যেমন ফিরছেন, রাণী রাসমনিও ফিরছেন বটে, তবে নতুন করে কিছুই হচ্ছে না । আসলে জি-বাংলায় ফের সম্প্রচারিত হতে চলেছে জনপ্রিয় ধারাবাহিক 'করুণাময়ী রাণী রাসমণি'। আগামী ২২ জানুয়ারি থেকে সোম থেকে রবি সকাল ১০ টায় সম্প্রচারিত হবে ধারাবাহিক ।
'রাণী রাসমণি' রূপে ব্যপক খ্যাতি অর্জন করেছিলেন দিতিপ্রিয়া । এই ধারাবাহিকই তাঁর কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেয় । দীর্ঘ দেড় হাজার পর্ব চলেছিল এই ধারাবাহিকের । 'রাণী রাসমণি'-র ছোটবেলার চরিত্রেই অভিনয় করার কথা ছিল দিতিপ্রিয়ার । কিন্তু, পরে 'রাণী রাসমণি'-র বিভিন্ন বয়সের ছবিতে তুলে ধরা হয় দিতিপ্রিয়াকেই । 'রাণী রাসমণি'-র মৃত্যুর পরেও মা সারদার জীবনী নিয়ে এগিয়ে গিয়েছিল ধারাবাহিকটি । সারদা রূপে দেখা গিয়েছে সন্দীপ্তা সেনকে ।