পটল কুমার গানওয়ালা এবং ভুতু আজ থেকে বেশ কিছু বছর আগে এই দুই ধারাবাহিকে দুই খুদে শিল্পীর অভিনয়ে মুগ্ধ হয়েছিল বাঙালি দর্শকেরা। হিয়া দে এবং আর্শিয়া মুখোপাধ্যায় অভিনীত এই দুই ধারাবাহিক সেসময় দর্শকদের অভ্যাসের মতো হয়ে দাঁড়িয়েছিল। এখনও নিজেদের নামের থেকে তাঁরা পটল এবং ভুতু নামেই খ্যাত। যদিও সেই দুই খুদেকে এখন আর চেনার উপায় নেই। এখন তাঁরা এক্কেবারে ‘লেডি’ যাকে বলে। মাঝে কেটে গিয়েছে প্রায় ৮ বছর। সম্প্রতি পটল এবং ভুতুকে দেখা গেল এক ফ্রেমে।
Ritabhari Chakraborty : প্রথমবার ওয়েব সিরিজে ঋতাভরী, কন্যা ভ্রণ হত্যার বিরুদ্ধে বার্তা দেবেন নায়িকা
২০১৫ সালে পর্দায় যখন এই দুই খুদে দাপিয়ে অভিনয় করছেন তখন থেকেই বন্ধুত্বের সূত্রপাত। এখনও সেই বন্ধুত্ব টাটকা। দুইসময়ের ছবি ইন্সটায় শেয়ার করে ভুতু ওরফে আর্শিয়া জানান, ২০১৫ থেকে তাঁরা সেলফি ক্যুইন। এই ফ্রেমে দুই প্রিয় খুদেকে দেখে খুশি দর্শকেরাও।