সিরিয়াল যেমন বন্ধ হচ্ছে, তেমনই নতুন ধারাবাহিকের বন্যা বইছে । জি বাংলায় আসছে আরও একটি নয়া প্রোজেক্ট । আবারও একটি অসমবয়সী প্রেমের গল্প । লীনা গঙ্গোপাধ্যায়ের হাত ধরে কামব্যাক হচ্ছে গৌরব রায় চৌধুরীর । রাঙা বউ-এর পর আর কোনও ধারাবাহিকে দেখা যায়নি তাঁকে ।
জানা গিয়েছে, নতুন ধারাবাহিকটির নাম পুবের ময়না । গৌরবের বিপরীতে কাকে দেখা যাবে ? জানা গিয়েছে, সিরিয়ালের নায়িকা হিসেবে দেখা যাবে ঐশানী দে-কে । সিনেমা বা সিরিজে কাজ করেছেন ঐশানী। তবে, ছোটপর্দায় এই প্রথম কাজ তাঁর ।
গল্পে রয়েছে বাংলাদেশের যোগ । জানা গিয়েছে, ওপার বাংলার নায়িকার সঙ্গে প্রেম হবে এবার বাংলার গল্পের নায়কের । দিন কয়েকের মধ্যেই প্রোমো প্রকাশ্যে আসবে বলে জানা গিয়েছে । কিন্তু, কোন মেগার পরিবর্তে নতুন সিরিয়াল আসবে, তা জানা যায়নি ।