এবার ষ্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘হরগৌরী পাইস হোটেল’-এ এন্ট্রি নিলেন বাংলার দুই জনপ্রিয় শিশু শিল্পী ‘ফুগলা’ এবং কাবুলিওয়ালার ‘মিনি’। শিশু অভিনেত্রী অনুমেঘা কাহালিকে দেখা যাবে ধারাবাহিকের ঐশানি ও শঙ্করের মেয়ে ধৃতির চরিত্রে। ‘কাবুলিওয়ালা’ ছবিতে মিঠুন চক্রবর্তী, অবির চট্টোপাধ্যায়, সোহিনীদের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছিলেন ছোট্ট ‘খোঁকি’, এর আগে ‘মিঠাই’, ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকেও দেখা গিয়েছিল তাঁকে।
Jisshu Sengupta: লম্বা চুল, কাঁধে ঢোল, 'খাদান'-এ দেবের সঙ্গে হাত মেলাচ্ছেন টলিপাড়ার এই জনপ্রিয় অভিনেতা
অন্যদিকে শিউলির ছেলে ‘গুবলুর’ ভূমিকায় সোশ্যাল মিডিয়ার সেনসেশন ফুগলা। তবে তাঁর ভিডিয়ো যারা দেখেন, তাঁরা জানেন এমনি সময় ফুগলার মুখে যেন খই ফোটে। তাঁকে সামলাতে কালঘাম ছুটে যায় তাঁর দিদিমণির। তবে ধারাবাহিকে, ফুগলার চরিত্র পর্দার মায়ের মতোই শান্ত।