টেলি দুনিয়ার অনেকেই ইতিমধ্যেই পসার জমিয়েছেন মায়ানগরী মুম্বইয়ে। সেখানে দিব্য কাজ ও করছেন তারা। এবার সেই তালিকায় নতুন নাম দেবচন্দ্রিমা সিংহ রায় (Debchandrima Singha Roy)। দিন কয়েক আগেই শেষ হয়েছে তাঁর সিরিয়াল ‘সাহেবের চিঠি’। এবার হিন্দি ধারাবাহিকের নায়িকা হতে চলেছেন তিনি। হিন্দি কালার্স চ্যানেলের পরবর্তী ধারাবাহিকের জন্য ডাক পেয়েছেন দেবচন্দ্রিমা।
Shefali Shah: ভরা বাজারে ‘ব্যাড টাচ’, যৌন হেনস্থার ‘বিষাক্ত’ স্মৃতির কথা জানলেন ‘ম্যাডাম স্যার’ শেফালি
হিন্দি ধারাবাহিকের জনপ্রিয় নায়ক রাজবীর সিং-কে দেখা যাবে তাঁর বিপরীতে। ‘সাহেবের চিঠি’র আগে দেবচন্দ্রিমাকে দেখা গিয়েছিল ‘সাঁঝের বাতি’ ধারাবাহিকে। শুধু ধারাবাহিকই নয়, এর আগে দেবের ছবি ‘কিশমিশ’ও দেখা গিয়েছিল তাঁকে।