‘সাঁঝের বাতি’ধারাবাহিকে জুটি বেঁধেছিলেন অভিনেতা রিজওয়ান রব্বানি শেখ এবং দেবচন্দ্রিমা সিংহরায় (Debchandrima Singha Roy) । ইনস্টাগ্রামে চোখ রাখলেও দুই তারকার একাধিক ছবি, ভিডিয়ো নজরে আসে। ফের বেশ কিছুদিনের ব্যবধানে ইনস্টাগ্রামে একযোগে ফিরলেন জুটি। দেবচন্দ্রিমার পরনে অফশোল্ডার ওয়ানপিস, ব্লেজার গায়ে রিজওয়ান। নায়কের বাহুলগ্না দেবচন্দ্রিমা।
Arijit singh: মঞ্চে 'হেনস্থা', ঔরঙ্গাবাদে অনুষ্ঠানে আহত অরিজিৎ, ডান হাতে চোট
ফের জুটিকে একসঙ্গে দেখে যারপরনাই খুশি অনুরাগীরা। তবে কি সম্পর্কে সিলমোহর দিলেন জুটি? ছবি শেয়ার করে ক্যাপশনে কেবল একটি ‘ভালবাসার’ ইমোজি ব্যবহার করেছেন দেবচন্দ্রিমা। কিন্তু সম্পর্কের ব্যাপারে এখনও মুখ খোলেননি জুটি। তবে নতুন এই ছবিটি প্রকাশ্যে আসতেই দু’জনকে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।