জি বাংলার মেগা 'ইচ্ছে পুতুল' (Icche Putul) ধারাবাহিকে নতুন মোড়। মেঘের (Megh) জীবনে নতুন নায়ক। যা দেখে রীতিমতো উচ্ছ্বসিত দর্শক।
মেঘ আর ময়ূরী দুই বোনের গল্প নিয়ে শুরু হয়েছিল ধারাবাহিক ইচ্ছে পুতুল। মেঘের বিয়ে হয়েছে সৌরনীলের সঙ্গে। কিন্তু বিয়ের পর থেকেই নানা রকম ভাবে মেঘকে অপদস্থ করার চেষ্টা করে চলেছে তাঁর বোন ময়ূরী। সঙ্গে দোসর নীল। বারংবার তাঁকে দেখা গিয়েছে নিজের স্ত্রীকে ভুল বুঝে অপমান করতে। যা দেখে একেবারেই বিরক্ত হয়ে উঠেছেন দর্শকরা। এমনকি অযোগ্য, বুদ্ধিহীন বলতেও বাকি রাখেননি তাঁরা।
আরও পড়ুন - রাজ্যের সেচ মন্ত্রীকে ফোন শাশ্বত চট্টোপাধ্যায়ের , বললেন 'রাজনীতি ছেড়ে দাও', কিন্তু কেন ?
এমন সময়ই গল্পে টুইস্ট। সামনে এল গল্পের নতুন প্রমো। যেখানে দেখা যাচ্ছে, স্টেজে গান গাইতে উঠে আচমকাই মাথা ঘুরে যায় মেঘের, তখনই মেঘকে ধরে ফেলেন এই নতুন নায়ক। সেই সময় দর্শকাসনে বসা নীলকে মনে মনে বলতে শোনা যায় তাঁর প্রয়োজন বোধহয় সত্যিই ফুরিয়ে এসেছে। এরপরই চেয়ার ছেড়ে উঠে যেতে দেখা যায় তাঁকে। যা দেখে বেজায় খুশি দর্শক।