নামেও অপরাজিতা কাজেও তিনি তাই। ছোট পর্দা থেকে বড় পর্দা দাপিয়ে কাজ করে চলেছেন টলিউডের দাপুটে অভিনেত্রী অপরাজিতা আঢ্য, কাটিয়ে ফেললেন বৈবাহিক জীবনের ২৬ টি বছর। এই ঘর ভাঙার জুগে, আরও বেঁধে বেঁধে থাকতে চাইলেন অভিনেত্রী। স্বামীর সঙ্গে বসে কাটলেন কেক, সকলের আশীর্বাদ শুভ কামনা চেয়ে নিলেন। আর তারপরেই স্বামীর গালে আদুরে এক চুম্বনও করেন বাংলার 'লক্ষ্মী কাকিমা'।
এছাড়াও স্বামীর সঙ্গে এক গুচ্ছ ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, "এই যে সেই লোকটা সব সময়ই আমার পাশে এমন একটা মুখ নিয়ে দাঁড়ায় পুরো আহারে বেচারা।এক্সপ্রেশনটা এমন যেন 26টা বছর আগে কি ভুল করেছে আর এখনো তার দন্ড দিয়ে যাচ্ছে আজকে সেই বিশেষ ভুলের দিনটি"
উল্লেখ্য, দীর্ঘ দুই দশক টলিউড ইন্ডাস্ট্রিতে দাপিয়ে বেড়াচ্ছেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য (Aparajita adhya)। বয়স যেন তার কাছে কেবলমাত্র একটি সংখ্যা। সময় পেলেই ট্রেন্ডিং নানা গানে নেচে রিল ও শেয়ার করেন অভিনেত্রী। তাঁর আসন্ন ছবি চিনি ২ মুক্তির অপেক্ষায়।