‘পথ’ ফুরিয়েছে পর্দার উর্মি এবং সত্যকির। জি বাংলার ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকে জুটি বেঁধেছিলেন অন্বেষা হাজরা (Anwesha Hazra) এবং ঋত্বিক মুখোপাধ্যায় (Ritwick Mukherjee)। পর্দার সাত্যকি ওরফে ঋত্বিক ইতিমধ্যেই নতুন ধারাবাহিক ‘মন দিতে চাই’ নিয়ে পর্দায় ফিরেছেন। দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষারত তাদের প্রিয় উর্মি ওরফে ‘অন্বেষা’ কবে ফিরবেন পর্দায়?
Shehnaaz Gill Engagement: আঙুলে উজ্জ্বল হীরের আংটি, বাগদান সারলেন শেহনাজ ?
জানা যাচ্ছে, খুব শিগগিরই নতুন ধারাবাহিক নিয়ে পর্দায় ফিরবেন অন্বেষা। ঠিকানা সেই জি বাংলাই। শোনা যাচ্ছে, ‘খেলাঘর’এর সান্টু ওরফে অভিনেতা সৈয়দ আরেফিনের সঙ্গেই জুটি বেঁধে পর্দায় ফিরছেন অন্বেষা। জানা যাচ্ছে, ফেব্রুয়ারির শুরুতেই সামনে আসবে ট্রেলার। তাই দর্শকদের এখন অপেক্ষা করা ছাড়া উপায় নেই।