পুত্র সন্তানের বাবা হলেন অনীক ধর। সোমবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ফুটফুটে এক রাজপুত্তুরের জন্ম দিয়েছেন অনীক জায়া দেবলীনা। মা এবং ভাইকে হাসপাতালে দেখতে বাবার সঙ্গে গিয়েছিলেন তাঁদের বড় মেয়েও।
SRK-Jawan: মুখে ব্যান্ডেজ বেঁধে 'জওয়ান' লুকে কিং খানের ম্যাজিক দেখতে হল ভরাচ্ছে দর্শক
এই সুখবর জানিয়ে অনীক ইন্সটাই লেখেন, ‘আজ ঈশ্বর আমাকে, দেবলীনাকে ও আমাদের পরিবারকে একটি সুস্বাস্থ্য সম্পন্ন পুত্র সন্তান উপহার দিয়ে আশীর্বাদ করেছেন। ঈশ্বর ও আমাদের সকল শুভাকাঙ্খীদের বুক ভরা ভালোবাসা ও প্রণাম জানাই। সবাই ভালো থাকবেন,ও আমাদের জন্য প্রার্থনা করবেন।’ প্রসঙ্গত ২০১৮ সালে প্রথম বাবা হয় অনীক। তাঁদের পরিবারে আসে আদ্যা।