কয়েকবছর আগে একটি জনপ্রিয় রিয়্যালিটি শো-এর মঞ্চের মাধ্যমে আপামর বাঙালির হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন তিনি, অদিতি মুন্সি। তাঁর অমোঘ কীর্তনের সুরে মজেছিল গোটা বাংলা। গানের পাশাপাশিই, হাইভোল্টেজ একুশের বিধানসভা নির্বাচনের আগে রাজনীতিতেও হাতেখড়ি হয় তাঁর।
রাজারহাট-গোপালপুরের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রে বিপুল ভোটে জিতে তৃণমূল কংগ্রেসের বিধায়ক হয়েছিলেন। গায়িকা হিসেবে রিয়েলিটি শো-এর মঞ্চ থেকে পৌঁছে গিয়েছেন রুপোলী পর্দার দুনিয়াতেও। এবার আরও একটি নতুন ইনিংস শুরু করছেন অদিতি মুন্সি। এই ইনিংস ছোটপর্দার। ঠিক যেখান থেকে সঙ্গীতশিল্পী হিসেবে তাঁর কেরিয়ার উড়াল দিয়েছিল বেশ কয়েকবছর আগে।
আরও পড়ুন - 'পঞ্চায়েত নির্বাচন কেন্দ্রিক হিংসার দায়িত্ব আপনার', মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় চিঠি অপর্ণার
জি বাংলা সিনেমা-র (Zee Bangla Cinema) প্রভাতী অনুষ্ঠানে অনুরাগীদের কালীকথা, কৃষ্ণকথা শোনাবেন গায়িকা। বিশেষ এই অনুষ্ঠানটির নাম রাখা হয়েছে- 'সকালের সুরে'। অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে রয়েছেন অদিতি মুন্সি স্বয়ং। অনুষ্ঠানটিতে তাঁর বেশ কিছু গান শোনা যাবে বলেও জানা গিয়েছে। সঞ্চালক হিসেবে দর্শকদের হৃদয়ে তিনি দারুণভাবে জায়গা করে নেবেন বলেই আশা অদিতি মুন্সির অজস্র অনুরাগীর।