জল্পনা ছিলই । এবার তাতে শিলমোহর পড়ল । মাত্র তিন মাসেই বন্ধ হয়ে যাচ্ছে স্টার জলসার ধারাবাহিক 'বৌমা একঘর' (Bouma Ekghor)। রবিবার হয়ে গেল ধারাবাহিকের শেষ দিনের শ্যুটিং । এত তাড়াতাড়ি ধারাবাহিক বন্ধ হয়ে যাওয়ায় মন খারাপ বৌমা টিয়া ওরফে সুস্মিতা দে-র (Sushmita Dey)।
তিন মাসের মাথায় যে ধারাবাহিকটি (Tele Serial Bouma Ekghor to go off air) বন্ধ হয়ে যাবে, তা ভাবতে পারেননি সুস্মিতা । প্রথম ধারাবাহিক 'অপরাজিতা অপু'বেশ জনপ্রিয় হয়েছিল । কিন্তু দ্বিতীয় ধারাবাহিক তিন মাসেই বন্ধ হয়ে যায় ভীষণ মন খারাপ সুস্মিতার । এক সংবাদমাধ্যমকে সুস্মিতা জানিয়েছেন, হঠাৎ করেই জানতে পারেন, ধারাবাহিক আর দেখানো হবে না । সেইসময় মাথায় বাজ পড়েছিল । তাঁর মন খুব খারাপ বলে জানিয়েছেন সুস্মিতা । তবে, মেনে নেওয়ার চেষ্টা করছেন । তাঁর কথায়, কোনও কিছু শুরু হলে তার শেষও হবে । এটাই নিয়ম । তবে দর্শকরা কেন পছন্দ করলেন না তা বুঝতে পারছেন না সুস্মিতা ।
আরও পড়ুন, Sreelekha Mitra:মেলবোর্ন চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রী মনোনীত শ্রীলেখা, লড়াই দীপিকা-আলিয়াদের সঙ্গে
‘খুকুমণি হোম ডেলিভারি’র জায়গায় গত ২রা মে শুরু হয়েছিল এই ধারাবাহিক । অথচ টিআরপি তালিকায় সেভাবে কোনও ফল পাওয়া যাচ্ছিল না । এরপর সন্ধ্যার স্লট পালটে দিন কয়েকের মধ্যেই রাতের স্লটে পাঠিয়ে দেওয়া হয় ‘বৌমা একঘর’-কে। পাশাপাশি সিরিয়ালের লিড জুটি, সুস্মিতা ও দেবজ্যোতির রসায়নও সেভাবে আকর্ষণ করেনি দর্শকদের ।