গত কয়েকদিন ধরে তাঁর জীবনে অনেক টানাপোড়েন গিয়েছে। তার থেকে বাইরে এসে এবার নিজের সোশাল মিডিয়ায় নতুন ছবি পোস্ট করলেন অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহরায়। তবে সেই ছবি নেই রেজওয়ান। জিমের মধ্যে সেলফি পোস্ট করেছেন অভিনেত্রী। কারণ, সবাই জানেন শরীরচর্চায় উপর বেশ জোর দেন দেবচন্দ্রিমা। তাই সম্পর্কের ভাঙন থেকে দূরে থাকতেই কী প্রিয় জিমে হাজির হয়েছেন তিনি ? যদিও অভিনেত্রী নিজে লিখেছেন, নতুন অ্যাবস নিয়ে এখন ব্যস্ত তিনি।
গত কয়েক সপ্তাহ ধরেই দেবচন্দ্রিমা এবং রেজওয়ানের বিচ্ছিদ নিয়ে জোর জল্পনা চলছে। টেলি পাড়ায় গুঞ্জন, সোশাল মিডিয়ায় একে অপরকে আনফলো করেছেন। এই ব্যাপারে রেজওয়ানের দাবি, তিনি সোশাল মিডিয়ায় কোনও দিনই সক্রিয় নন। তাই ফলো বা আনফলো করার কোনও প্রশ্নই নেই।
সাঁঝবাতির সেটে একে-অপরের কাছাকাছি এসেছিলেন রেজওয়ান ও দেবচন্দ্রিমা। কিন্তু আপাতত তাঁরা দু জনেই বিশ্রামে রয়েছেন।