বাবা হারানো দুই মেয়ের সংসার টানার গল্প। বোনের শখ মেটাতে নিজের কাঁধে সব দায়িত্ব তুলে নেন দিদি। এই প্রেক্ষাপটেই তৈরি অভিনেত্রী অন্বেষা হাজরার নতুন সিরিয়াল সন্ধ্যাতারা। যেখানে বাংলার ছোট পর্দায় নতুন মুখ সৌরজিৎ মুখোপাধ্যায় এবং অমৃতা দেবনাথ। এই সিরিয়ালেও নতুন নায়ক অন্বেষার বিরুদ্ধে। তাঁর সম্পর্কে অভিনেত্রীর মত, তাঁর আগের সিরিয়ালে নায়ক ছিলেন ঋত্বিক। এবার সৌরজিৎ। তাই ভাল লাগছে এবং চ্যালেঞ্জ নিচ্ছেন অন্বেষা।
এই সিরিয়ালে সন্ধ্যা যেখানে অন্বেষা, তারার ভূমিকায় অমৃতা। এর আগে মন ফাগুন সিরিয়ালে দেখা গিয়েছিল অমৃতাকে। উত্তরবঙ্গ থেকে কলকাতা। ধীরে ধীরে জমি শক্ত করছে অমৃতা। গ্রামের প্রেক্ষাপটে এই সিরিয়ালের গল্পের বুনোট। কিন্তু অন্বেষার দাবি, দর্শকদের এই গল্প ভাল লাগবে। কারণ, বাকি গ্রামের প্রেক্ষাপটের থেকে এই গল্প একেবারেই আলাদা।
অনেক দিন হল শুরু হয়েছে সিরিয়ালের শুটিং। দর্শকের মনে হয়েছিল, নতুন সিরিয়াল শুরু হওয়ার কারণে নিশ্চয়ই অন্য কোনও সিরিয়াল বন্ধ হয়ে যাবে। শোনা গিয়েছিল, ‘মেয়েবেলা’ সিরিয়ালটি শেষ হয়ে যাবে। না, তেমনটা হচ্ছে না।