বাবা হলেন ‘নিম ফুলের মধু’ সিরিয়ালের অয়ন ওরফে অভিনেতা উজ্জ্বল মালাকার। আনন্দবাজার অনলাইনকে এই অভিনেতা জানান, তাঁদের ঘরে লক্ষ্মী এসেছে। দোলের আগেই তিনি বাবা হয়েছেন বলে খবর। তিনি জানান, দীর্ঘ ১২ বছরের সম্পর্কের পর বিয়ে করেন প্রেমিকা শুভান্বিতা গুহকে। তার ৬ বছর পর তাঁদের ঘরে লক্ষ্মীর আগমনে খুশির জোয়ার মালাকার বাড়িতে। তবে এখনও মেয়ের নাম ঠিক হয়নি বলেও জানিয়েছেন ‘নিম ফুলের মধু’-এর অয়ন।
‘অপরাজিতা অপু', ‘সর্বমঙ্গলা’, ‘নেতাজি’-এর মতো একাধিক টেলি সিরিয়ালে সাফল্যের সঙ্গেই অভিনয় করেছেন উজ্জ্বল। তবে 'অপরাজিতা অপু'-তে তার অভিনয় তাঁকে আলাদা মাত্রা দেয়। পর্দার খলনায়ক হিসেবে দ্রুত উঠে আসেন এই অভিনেতা।
আরও পড়ুন- Malda Student Rape Case: স্কুলে ঢুকেই ছাত্রীকে গণধর্ষণ? বন্ধুদের সাহায্যে অভিযুক্তদের হদিশ মালদহে