'গাঁটছড়া'-র (Gantchora) শুটিংয়ে আর যাচ্ছেন না রাহুল ওরফে অনিন্দ্য চট্টোপাধ্যায় (Anindya Chatterjee) । না, ধারাবাহিক ছাড়েন নি । ধারাবাহিক থেকে সাময়িক বিরতি নিয়েছেন । কারণ, অসুস্থতা । ভাইরাল জ্বরে (Anindya Chatterjee is suffering from Viral Fever) কাবু অনিন্দ্য । এখন ঘরেই দিন কাটছে তাঁর । সম্প্রতি,সোশ্যাল মিডিয়ায় অসুস্থতার খবর জানিয়েছেন অভিনেতা ।
এখানেই শেষ নয়, জ্বরে কাবু অভিনেতা ডায়েটও ভুলেছেন । অনিন্দ্য জানিয়েছেন, এখন তাঁর খাবারের মধ্যে ফুচকা , কোরিয়ান নুডলস আর প্যারাসিটামল । শুটিং নেই । বাড়িতে অবসর সময়টা কাটানোর জন্য ওটিটি প্ল্যাটফর্মকে বেছে নিয়েছেন । এই সময়টা সিনেমা বা ওয়েব সিরিজ দেখেই কাটাতে চাইছেন । তাই ভাল কিছু সিনেমা বা সিরিজের নাম পরামর্শের অনুরোধ জানিয়েছেন অনুরাগীদের । তাঁর এই পোস্টের পরই অনিন্দ্য-র দ্রুত আরোগ্য কামনা করেছেন অনুরাগীরা ।
আরও পড়ুন, Hetal Dave's biography in cinema : ভারতের প্রথম মহিলা কুস্তিগিরকে নিয়ে ছবি, কলকাতায় চলছে শুটিং
'গাঁটছড়া'ধারাবাহিকে রাহুলের চরিত্রে অভিনয় করছেন অনিন্দ্য । ধারাবাহিকে ভিলেন হলেও, রাহুলকে বেশ পছন্দ করছেন দর্শকরা । রাহুল-দ্যুতির জুটিও জনপ্রিয় । প্রায়ই সিরিয়ালের সেট থেকে অনস্ক্রিন স্ত্রী শ্রীমা-কে নিয়ে মজার মজার ভিডিও পোস্ট করতে দেখা যায় অনিন্দ্যকে । সম্প্রতি,'বেলাশুরু' সিনেমায় দেখা পলাশের ভূমিকায় দর্শকদের প্রশংসা কুড়িয়ে নিয়েছেন অনিন্দ্য ।