অভিনেত্রী তুনিশা শর্মার মৃত্যুর পর ১৩ দিন কেটে গিয়েছে৷ এবার ফাঁস হল শীজান খানের মায়ের সঙ্গে তুনিশার WhatsApp কথোপকথন। বেশ কিছু ভয়েসনোটও উদ্ধার করা গিয়েছে৷
শীজানের মাকে আম্মা সম্বোধন করে তুনিশাকে বলতে শোনা গিয়েছে, সে তাঁর জীবনের খুবই গুরুত্বপূর্ণ একজন মানুষ। তাই তুনিশা নিজের জীবনের সবকিছু তাঁর সঙ্গে ভাগ করে নিতে চায়। নিজের জীবনে যা ঘটবে সবটাই তুনিশা শীজানের মাকে জানাবে এই কথাও প্রয়াত অভিনেত্রী বলেছিলেন ভয়েস নোটে।
উল্লেখ্য, ২৪ ডিসেম্বর, শুটিং চলাকালীন আত্মহত্যা করেন অভিনেত্রী তুনিশা শর্মার (Tunisha Shrama)। মাত্র ২০ বছর বয়স তাঁর। 'আলিবাবাঃ দস্তান-ই-কাবুল' ধারাবাহিকের সেটের মধ্যেই তাঁর মৃতদেহ উদ্ধার হয়। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত (Actress Tunisha Sharma Passed Away) বলে ঘোষণা করেন।