বিগত দিন তিনেক টলিপাড়া সরগরম থেকেছে একটাই খবরে। স্টুডিয়ো পাড়ায় নায়িকা সংঘাত! 'মাতঙ্গী' ওয়েব সিরিজের সেটে সোহিনী সরকার এবং তৃণা সাহার মধ্যে ঝামেলা হয়, সেট ছেড়ে বেরিয়ে যান তৃণা। শোনা যাচ্ছে সিরিজ থেকেই বাদ পড়তে চলেছেন অভিনেত্রী।
মূলত ঝামেলার সূত্রপাত ক্যামেলিয়া প্রোডাকশন এবং রুদ্রনীল ঘোষ প্রযোজিত সিরিজের শুটিং ফ্লোরে। অভিনেত্রী সোহিনী সরকারের মতোই মেকআপ ভ্যান, হেয়ার স্টাইলিস্ট চান তৃণা, তারপর কলাকুশলীদের হোয়াটসঅ্যাপ গ্রুপে নানা মেসেজ চালাচালির পর শুটিং সেট ছেড়ে বেরিয়ে যান তৃণা। ফলে সিরিজের শুট মাঝপথে বন্ধ হওয়ায় আর্থিক ক্ষতির মুখেও পড়ে প্রযোজনা সংস্থা।
এবার শোনা যাচ্ছে সংস্থার সঙ্গে মনোমালিন্য মেটাতে প্রস্তুত তৃণা, কিন্তু তাঁকে বাদ দেওয়ার কথা ভাবা হয়েছে, সেই চরিত্র ইতিমধ্যে অফার করা হয়েছে রোশনি ভট্টাচার্যকে। প্রস্তাব এসেছে, অস্বীকার করেননি রোশনি, শুধু তৃণার চরিত্রেই তাঁকে দেখা যাবে কিনা, দে ব্যাপারে কিছু খোলসা করেননি রোশনি।