আজ বাংলা তথা সারা ভারতের অন্যতম জনপ্রিয় পরিচালক ঋতুপর্ণ ঘোষের (Rituparno Ghosh) জন্মদিন। বাংলায় যেমন সেরা ঋতু বলে কিছু হয়না আসলে, সব ঋতুই নিজের নিজের বৈশিষ্ট্যে, চরিত্রে সুন্দর, তেমনই ঋতুপর্ণর সব ছবিই অনন্য। তবু তাঁর জন্মদিনে রইল বাছাই করা পাঁচ ছবি নিয়ে দু-চার কথা।
শুন্য দশকে এল ঋতুপর্ণ ঘোষের ছবি 'চোখের বালি' (Chokher Bali) (2003) সেই প্রথম বাংলা ছবির কেন্দ্রীয় চরিত্রে দেখা গেল বলিউডের গ্ল্যামার ঐশ্বর্য রাইকে। মহেন্দ্রর চরিত্রে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, বিহারী টোটা রায় চৌধুরী।
২০১১-তে রবি ঠাকুরের নৌকোডুবি (NoukoDubi) উপন্যাস অবলম্বনে এল পরিচালকের আরও একটি ছবি। মূল চরিত্রে রাইমা, যীশু সেনগুপ্ত, প্রসেনজিৎ, রিয়া সেন।
Srijato-Arijit Singh: 'আজকের রাতটা আমার সঙ্গে জেগে থাকো', শ্রীজাতর ছবির জন্য গান গাইলেন অরিজিৎ সিং
ঋতুপর্ন ঘোষের প্রথম ছবি। ১৯৯২ এ। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের রহস্য উপন্যাস আশ্রিত ছবি। সিনেমার নেপথ্যে ছিল দুর্গা পুজো। মায়ের বোধনের আগে ঘরে ফেরা, পুজোর আনন্দ, বিসর্জনের বিষাদ, সব ধরা ছিল ছবিতে।
ঋতুপর্ন ঘোষেরই আরও একটি ছবি। পুজোকে ঘিরে পরিবারের সবার এক হওয়া, হাসি ঠাট্টা, গল্প, অভিমান, জীবনের শাশ্বত অনুভূতিকে ফিরে দেখা উৎসবের কটা দিন। ছোট ছোট ব্যথা, ছোট্ট ঘটনা, প্রেম অপ্রেমের গল্প। পুজো এখানে একটা সুতোর মতো। সবার জীবনগুলো একটু বেঁধে বেঁধে রাখে।
ঋতুপর্ণ ঘোষের আবহমান। এই চলচ্চিত্রটির জন্য সেরা পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরষ্কার পেয়েছেন ঋতুপর্ণ। শুরু থেকে শেষ পর্যন্ত যেন এক ঘোরে আটকে রেখেছেন দর্শকদের।