দর্শকদের মনোরঞ্জনের জন্য জি বাংলার পর্দায় আসতে চলেছে দুই নতুন ধারাবাহিক। না সন্ধের স্লটে না। দুপুরে ধারাবাহিকের রিপিট টেলিকাস্টের পাশাপাশি এই দুই নতুন ধারাবাহিক দেখতে পাবেন দর্শকরা।
কোন দুই ধারাবাহিক আসতে চলেছে?
আগামী ১০ জুন থেকে দুপুর ১.৩০ মিনিটে জি বাংলার পর্দায় দেখা যাবে 'সন্তোষী মায়ের ব্রতকথা' ধারাবাহিক। উত্তর ভারতে এই দেবীর পুজো খুবই প্রচলিত। বাঙালি ঘরে ঘরেও পূজিতা হন দেবী। তাঁর আশীর্বাদ পাওয়ার গল্প নিয়েই তৈরি হয়েছে এই ধারাবাহিক।
অপর ধারাবাহিকটিও হিন্দু আধ্যাত্মিকতাবাদের উপর আধারিত। নতুন এই ধারাবাহিকের নাম শক্তি সাধনায় ভৈরব। শুভ আর অশুভ শক্তির লড়াইয়ের প্রেক্ষাপটে তৈরি এই ধারাবাহিকটাও শুরু হবে আগামী ১০ জুন থেকে। এটি দেখা যাবে দুপুর ২টো বেজে ৩০ মিনিট থেকে।