জুন মাসেই প্রযোজনায় হাতেখড়ি হওয়ার সুখবর দিয়েছিলেন যশরত । ঘোষণা করেছিলেন তাঁদের ছবির নামও । এবার প্রকাশ্যে এল ওয়াই ডি ফিল্মস প্রযোজিত 'মেন্টাল'-এর প্রথম পোস্টার । রাফ অ্যান্ড টাফ পুলিশ অফিসারের বেশে দেখা গেল যশকে । পোস্টারে নজর কেড়েছেন নুসরতও । যশ ও নুসরত ছাড়াও সিনেমায় দেখা যাবে সায়ন্তনী গুপ্তকে । কপ ইউনিভার্সের ছবি মুক্তি পাবে আগামী বছরে।
সম্প্রতি ছবির পোস্টার শেয়ার করেছেন যশ ও নুসরত দু'জনেই । পোস্টারে দেখা গেল, যশের পরনে উর্দি, কপালে রক্তের দাগ, হাতে পিস্তল। চরিত্রটি যে 'রাফ অ্যান্ড টাফ’, তা বোঝাই যাচ্ছে । লাল লেদার জ্যাকেট এবং টাউজার্সে দেখা গেল নুসরতকে ।
আনন্দবাজার অনলাইনকে যশ-নুসরত জানিয়েছেন, একটা সময় বাণিজ্যিক ছবিরই বাজার ছিল । রমরমিয়ে চলত । ‘মেন্টাল’-এর মাধ্যমে পুরনো বাণিজ্যিই ছবির স্বাদকেই নতুন মোড়কে ফিরিয়ে আনতে চাইছেন তাঁরা । সেই স্বাদ ফিরিয়ে আনতে তাঁরা আদৌ সফল হন কি না তা সময়ই বলবে ।