পৌষমাস যেতেই ফের শুরু ভরপুর বিয়ের মরসুম। বলিউড, টলিউড থেকে শুরু করে ছোট পর্দা- বিয়ের সানাই বেজেই চলেছে। এবার সাত পাকে বাঁধা পড়লেন ‘উড়ন তুবড়ি’ নায়িকা সোহিনী বন্দ্যোপাধ্যায়। গত ২৭ জানুয়ারি চার হাত এক হয়েছে সোহিনী এবং জয়সূর্যর। এবার প্রকাশ্যে এল নায়িকার বিয়ের ছবি। একেবারে লাল বেনারসি আর সোনার গয়নায় সেজেছিলেন তুবড়ি। দাঁড়িয়ে থেকে অনস্ক্রিন প্রেমিকার বিয়ে দিয়েছেন অর্জুন ওরফে স্বস্তিক।
Ranbir Kapoor: ফিল্ম ফেয়ারে সেরার শিরোপা রণবীর-আলিয়ার, পুরস্কৃত '12th Fail'
বিয়ের দিন সকালে বেস্টফ্রেন্ডকে হলুদে রাঙিয়েছেন স্বস্তিক। স্কুল জীবন থেকে শুরু হওয়া প্রেম, অবশেষে পেল পরিণতি। কর্মসূত্রে লন্ডনে থাকেন জয়সূর্য, পেশায় ইঞ্জিনিয়ার। বিয়ের পর আপাতত কদিনের ছুটি নিয়ে লন্ডন উড়বেন তুবড়ি।