খড়কুটোর গুণগুণ নতুন করে সংসার পাতছেন । তবে তাঁর ক্রেজির সঙ্গে নয় । এবার তিনি শ্রীচৈতন্যের 'লক্ষ্মীপ্রিয়া' । সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherjee) পরিচালনায় আসছে নতুন ছবি 'লহ গৌরাঙ্গের নাম রে' (Laho Gouranger Nam re) । এই সিনেমায় লক্ষ্মীপ্রিয়ার ভূমিকায় অভিনয় করবেন খড়কুটোর গুণগুণ ওরফে তৃণা সাহা (Trina Saha) । শ্রীচৈতন্যের ভূমিকায় দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়কে (PaParambrata Chatterjee) । এই প্রথম পরমব্রত-র সঙ্গে জুটি বাঁধছেন তৃণা ।
চৈতন্য অন্তর্ধান রহস্য-ই এই ছবির প্রেক্ষাপট । এর আগে লক্ষ্মীপ্রিয়ার চরিত্রে অভিনয় করার কথা ছিল প্রিয়াঙ্কা সরকারের (Priyanka Sarkar) । পরে সিদ্ধান্ত বদল করেন নির্মাতারা । প্রিয়াঙ্কাকে নটী বিনোদিনীর চরিত্র দেওয়া হয় । তৃণা, পরমব্রত ও প্রিয়াঙ্কা ছাড়াও এই সিনেমায় অভিনয় করছেন ব্রাত্য বসু (Bratya Basu), আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee), পাওলি দাম (Paoli Dam) । গিরিশ ঘোষের চরিত্রে দেখা যাবে ব্রাত্য বসুকে । জুন (June) থেকেই শুটিং শুরু হওয়ার কথা রয়েছে ।
আরও পড়ুন, Yash-Nusrat: নুসরতকে ট্রলিতে বসিয়ে কোথায় চললেন যশ?
সিনেমায় প্রথম নয় তৃণা । এর আগেও কয়েকটা সিনেমায় কাজ করেছেন তিনি । তবে মুখ্য চরিত্রে নয় । মুখ্য চরিত্র হিসাবে তাঁর প্রথম ডেবিউ সিনেমা হতে চলেছে অরিন্দম শীলের 'ইস্কাবনের বিবি' । এই সিনেমার শুটিং আগে সারবেন তৃণা । তারপর, সৃজিতের সিনেমার শুটিং শুরু করবেন বলে জানা গিয়েছে । তৃণা আগে সৃজিতের সহ-পরিচালক হিসাবে কাজ করেছেন । তৃণার সঙ্গে ফের কাজ করার জন্য মুখিয়ে রয়েছেন সৃজিত মুখোপাধ্যায় ।