অপরাধী খুঁজতে ফের পর্দায় ব্যোমকেশ। নাম ভূমিকায় অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya)। টিজার আগেই প্রকাশ্যে এসেছে। শুক্রবার সামনে এল পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের 'দুর্গ রহস্য'র ট্রেলার (Durgo Rawhoshyo Trailer)। যেখানে দেখা যাচ্ছে, অভিশপ্ত গুপ্তধনের লোভে চলতে থাকা অপরাধের খেলাকে নিকেশ করতে সত্যের অন্বেষণ শুরু করেছেন ব্যোমকেশ।
এখানে শুধু গল্পের মোচড় নয়। রয়েছে আরও একটি চমক। যে চমকের ছবি আগেই প্রকাশ্যে এসেছিল। এবার ট্রেলারেও দেখা মিলল সেই চমকের। ট্রেলারের শুরুতেই দেখা যাচ্ছে ১৯৪৭ সালের কলকাতা। হল থেকে উত্তম কুমারের ব্যোমকেশ ও চিড়িয়াখানা দেখে বেরচ্ছেন আরও এক ব্যোমকেশ। তিনি অনির্বাণ ভট্টাচার্য।
অনির্বাণের সঙ্গে রয়েছেন তাঁর সঙ্গী অজিত এবং সহধর্মিণী সত্যবতী। ছবিটি দেখে বেজায় ক্ষেপে রয়েছেন অজিত। কারণ চশমা পরানো হয়েছে ব্যোমকেশকে। যা তাঁর একেবারেই না পসন্দ। অথচ ওই লুকে ব্যোমকেশকে দেখে বেজায় ভাল লেগেছে সত্যবতীর।
আরও পড়ুন - প্রথম বাংলা সিনেমা, উত্তেজিত শান্তনু মহেশ্বরী, প্রকাশ্যে চালচিত্র-র মোশন পোস্টার
ট্রেলারের গল্প এগিয়ে চলে। এর পরেই জানা যায় বাবা হতে চলেছেন ব্যোমকেশ। কিন্তু সত্যের অন্বেষণ থেমে থাকেননি তিনি। বরং অজিতকে সঙ্গে নিয়ে দুর্গের রহস্য ভেদ করেছেন ব্যোমকেশ। কারণ সত্যবতী তাঁকে জানিয়ে দিয়েছেন আগে ধর্ম তারপর সহধর্মিণী। আগামী ১৯ অক্টোবর হইচইয়ে মুক্তি পাবে এই ছবি।