আজ পয়লা বৈশাখ। নতুন শুরুর দিন। পুরনো গ্লানি, পুরনো ধারদেনা মিটিয়ে উদযাপনের সময়। ভোরের আলো ফুটতেই নতুন বছরের শুভেচ্ছায় ভাসছে নেটপাড়া। টলি সেলেবরাও নতুন বছরে একাধিক মন ভালো করা খবর দিয়ে জানিয়েছেন শুভেচ্ছা।
সক্কাল সক্কাল টলিউডের 'সত্যবতী' ঋদ্ধিমা এবং গৌরব দিয়েছেন সবচেয়ে সুখবরটা। জুটি জানিয়েছেন এবার দুই থেকে তিন হবেন তাঁরা।
অভিনেতা সাংসদ দেবের কথায়, 'নতুন বছর নতুন আশা, প্রধান হোক ভালবাসা'
পরমব্রত চট্টোপাধ্যায় নববর্ষে দিয়েছেন আরও এক সুখবর। তাঁর ফেলুদার লুক এনেছেন প্রকাশ্যে, তোপসে ঋতব্রত।
অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় 'এসো হে বৈশাখ' গানের লাইন তুলে নিজের মন ভালো করা কিছু ছবি শেয়ার করে জানিয়েছেন শুভেচ্ছা।
শ্বেতশুভ্র শাড়তে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী।