‘ভাইয়ের কপালে ফোঁটা’ দিয়ে যমের দুয়ারে কাঁটা দেওয়ার দিন আজ। চলতি বছর ভাইফোঁটা পড়েছে দু'দিন ।মঙ্গলবার থেকেই লেগে গিয়েছে দ্বিতীয়া, বুধেও দুপুর ১.৪৭ মিনিট অবধি ফোঁটা দেওয়া যাবে। এই দিনটা খুনসুটি, ঝগড়াঝাটি শিকেয় ওঠে। দূরদূরান্ত থেকে ভাইবোনেরা ছুটে যায়, ফোঁটার জন্যই।
মঙ্গলবার বিকেলেই ভাইয়েদের কপালে ফোঁটা দিয়ে ফেলেছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। মরুদ্যান আশ্রমের বিশেষভাবে সক্ষম ভাইদের কলাপে ফোঁটা দিয়ে তাঁদের মঙ্গলকামনা করলেন টলিপাড়ার মিতিনমাসি। তাঁকে পেয়ে আনন্দে আটখানা আশ্রমের সকলেই।
প্রতিবছরই ভাইফোঁটার দিনটা বোনের জন্য তোলা থাকে বুম্বা দার। কিন্তু এবার বলিউডের কাজের চাপে মুম্বইতে ‘ইন্ডাস্ট্রি’, তাই এবার সুদূর মায়ানগরীতে ভাইকে ফোঁটা দিতে ছুটলেন বোনই। মঙ্গলবারই মুম্বই পৌঁছে দাদাকে ফোঁটা দিয়ে রেঁধে বেড়ে খাইয়েওছেন।
Dev-Rukmini-Srijit: ব্যোমকেশ-বিতর্ক এখন অতীত, দেব-রুক্মিণীকে নিয়ে জানুয়ারিতে শুটিং শুরু সৃজিতের
এদিকে টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী, তনুশ্রীও এদিন একগুচ্ছ ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে ছবি শেয়ার করেছেন। সব মিলিয়ে জমজমাট টলি সেলেবদের ভাইফোঁটা।