শুভ মহাষ্টমী। আজকে সবচেয়ে ভাল জামাটা পরার দিন। সকাল থেকেই ফেসবুক ইন্সটাগ্রামে যেন নতুন জামার গন্ধ ম ম করছে। অষ্টমীর সকালে সমস্ত কাজ থেকে ছুটি নিয়ে অঞ্জলি দিয়েছেন সেলেবরাও। মিমি চক্রবর্তী (Mimi Chakraborty), সোহিনী সরকার (Sohini Sarkar) সেজেছেন পাটভাঙা নতুন শাড়িতে, হবু মা শুভশ্রীর পরনে যদিও দারুণ সালোয়ার সেট। ইউভান এবং রাজ সেজেছেন ধুতি পাঞ্জাবিতে।
Astami Look Tips: ভিজে চুলে, পাট ভাঙা তাঁত, ছোট্ট টিপ আর আলতা! অষ্টমীতে আর কিছু লাগে নাকি?
এদিন সকলকে শুভ মহাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে মিমি লিখেছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা। গোলাপি সিগ্রীণ শাড়িতে কানবালায় ছিমছাম সেজেছেন মিমি। সোহিনীর পরনে লাল জামদানি শাড়ি। সঙ্গে পেয়ার করা আমেরিকান ডায়মন্ড। টলিপাড়ার ইন্দুবালার যেন মাতৃত্বকালীন জেল্লা ফেটে পড়ছে।