হ্যাঁ, আজকের দিনটি ক্যালেন্ডারে পাতায় অন্য দিনগুলির তুলনায় একটু বিশেষ। কারণ আজ 'পিতৃ দিবস'। আজ দিনটিতে অনেকে বাবার সঙ্গে কাটানো অমূল্য স্মৃতি রোমন্থন করেছেন, অনেকে আবার নিজের পিতৃত্বের সেই অমূল্য স্বাদ ব্যক্ত করছেন সোশ্যাল মিডিয়ায়। সত্যিই এভাবেই তো স্মৃতিগুলো বাঁধা থাকে, এখানেই তো ভার্চুয়াল সামাজিক মাধ্যমের সফলতা! কেউ হয়তো সদ্য হারিয়েছেন তাঁর বাবাকে, কারও হয়তো বাবার স্মৃতি বলতে আবছা একটা মুখ চোখে ভাসে শুধু, আবার কারও কাছে হয়তো কোনো স্মৃতিই নেই। যারা বাবার সঙ্গে শুধু শৈশবের স্মৃতিটুকুই পেয়েছেন, তাঁদের কাছে আজকের দিনটা ভীষণ মেঘলা, যেন কত জল জমে আছে মেঘের ভেতর!
শুধু সাধারণ মানুষই নয়। বছরের এই বিশেষ দিনগুলোতে সেলিব্রিটিরাও আর সেলিব্রিটি হয়ে থাকতে পারেন না। তাঁরাও সব ভুলে নিজেদের সুখ-দুঃখ-হাসি-কান্না শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। পিতৃ দিবস উপলক্ষে ধরা পড়ল সেই ছবি। প্রসেনজিৎ থেকে নুসরত জাহান, সোহম থেকে মিমি- কে নেই সেই তালিকায়। এমনকি বছরের এই বিশেষ দিনে বাবার সঙ্গে ছবি শেয়ার করেছেন পরিচালক-বিধায়ক রাজ চক্রবর্তী, অভিনেত্রী দেবলীনা কুমারও। প্রত্যেকেই নিজের নিজের মতো করে আজকের দিনটা উপভোগ করছেন বিশেষ সেই মানুষটির সঙ্গে, যাঁকে ছাড়া আজ তাঁরা এই জায়গায় আসতে পারতেন না।
তবে দিনের শেষে সবার একটাই আর্জি, ভাল থাকুক সব বাবারা। শুধু এই একদিন নয়, বছরের প্রতিটি দিনই হোক পিতৃ দিবস।