টলিপাড়ায় এখন ভরপুর বিয়ের মরসুম। একের পর এক তারকারা বাঁধছেন গাঁটছড়া। এবার এই তালিকায় অভিনেত্রী শ্রীপর্ণা রায় (Sriparna Roy)। দিন কয়েক আগেই গাঁটছড়া ধারাবাহিকে ঋদ্ধিমানের গলায় মালা দেয় রুক্মিণী। এবার আর রিল নয় রিয়েল লাইফেও গাঁটছড়া বেঁধে ফেললেন শ্রীপর্ণা। তাঁর বিয়েতে উপস্থিত ছিলেন ছোটপর্দার একাধিক তারারা।
Parambrata-Piya Chakraborty: প্রায় এক ঘন্টার অস্ত্রোপচার, সুস্থ আছেন পরম পত্নী পিয়া
বিয়েতে একেবারে ট্র্যাডিশনাল সাজেই দেখা গিয়েছে শ্রীপর্ণাকে। লাল বেনারসি, সোনার গয়না, সিঁথিপাটি, সোলার মুকুট- নববধূর সাজে তাঁর দিক থেকে চোখ ফেরানো দায়। ধারাবাহিকের কলাকুশলীরা এদিন উপস্থিত ছিলেন বিয়েতে। গত ২৫ নভেম্বর থেকে ছুটিতে আছেন শ্রীপর্ণা। বিয়ে মিটিয়ে কবে পর্দায় ফিরবেন নববধূ, সেই প্রশ্নও ঘুরপাক খাচ্ছে অনুরাগীদের মনে।