২০২২-এই নতুন জীবন শুরু করেছিলেন অভিনেত্রী তিতাস ভৌমিক (Titas Bhowmick) । বিয়ের দেড় বছরের মধ্যেই সুখবর দিলেন অনুরাগীদের । মা হলেন তিতাস অর্থাৎ তোমায় আমায় মিলে ধারাবাহিকের কাকলি । পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি । ছেলের নাম রেখেছেন কবীর ।
চলতি বছর ১৬ নভেম্বর মা হয়েছেন তিনি । বুধবার সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গে খুশির খবর শেয়ার করে নিয়েছেন তিতাস । ৬ দিনের ছেলের ছোট্ট হাতের ছবি শেয়ার করে তিতাস লিখেছেন, রাতে টানা ঘুমোচ্ছে, খুবই শান্ত তাঁর ছেলে। গোটা পরিবার এখন মেতে রয়েছে কবীরকে নিয়ে ।
আরও পড়ুন - অপেক্ষা আর দিন কয়েকের, এর মধ্যেও শুটিং ফ্লোরে শুভশ্রী
গত বছর মে মাসে স্নেহাশিস দাসের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন অভিনেত্রী। বিয়ের পর থেকেই স্বামীর সঙ্গে দিল্লিতে থাকছেন । রাজধানীতেই পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিতাস ।