এবার রঘু ডাকাত দেব। পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। সিনেমা পাড়ার খবর, ঠান্ডা ঘরে থাকার পর আগামী বছরে ফের এই ছবি শুটিং শুরু হচ্ছে। গত বছরের মাঝামাঝি সময়ে এই ছবি নিয়ে আলোচনা শুরু হয়েছিল। কিন্তু হঠাৎ করে তা বন্ধ হয়ে যায়। তবে এখন শোনা যাচ্ছে, ফের নতুন করে এই ছবির শুটিং শুরু করতে চলেছেন পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়।
এর আগে দেব-ধ্রুব জুটি তৈরি করেছিলেন গোলন্দাজ। দু বছর আগে পুজোয় এই ছবি মুক্তি পেয়েছিল। টলিউডের প্রথম ছবি হিসাবে নাকি কোটির ঘরে ব্যবসাও করেছিল। কলকাতা ফুটবলের প্রতিষ্ঠাতা নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর চরিত্রে নিজেকে মেলে ধরেছিলেন দেব।
আগামী ২১ ডিসেম্বর বড়দিনের ছবির তালিকায় রয়েছে দেবের প্রধান। যেখানে একজন পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে সাংসদ-অভিনেতাকে। এই প্রথম বড় পর্দায় পুলিশ হয়েছেন দেব। উত্তরবঙ্গে তৈরি হয়েছে ছবির প্রেক্ষাপট। বছর শেষের আগেই সামনে এল দেবের নতুন প্রজেক্ট।