দু'দিনের মধ্যেই খবরে সিলমোহর পড়ল। মাত্র আট মাসেই বন্ধ হয়ে যাচ্ছে স্টার জলসার ধারাবাহিক পঞ্চমী (Tele Serial Panchami)। ইতিমধ্যেই শেষ দিনের শুটিং হয়ে গিয়েছে। আর তার পরেই আবেগপ্রবণ হয়ে পড়েছেন অভিনেত্রী সুস্মিতা দে (Susmita Dey)। যার প্রমাণ মিলেছে সুস্মিতার সোশ্যাল মিডিয়ায়।
নিজের ইন্সটাগ্রামে 'পঞ্চমী'-র লুকে একটি ছবি পোস্ট করেন নায়িকা। ক্যাপশনে লেখেন, ' এই কয়েকমাসে অনেক স্মৃতি তৈরি হয়েছে। প্রচুর নতুন সম্পর্ক তৈরি হয়েছে। আনন্দ, মনখারাপ সব মিলিয়ে আমার স্মৃতির ঝুলি ভরিয়ে দিয়েছে 'পঞ্চমী'। পঞ্চমী হিসাবে আমার যাত্রা শেষ হল। সব শুরুরই শেষ থাকে। আবার নতুন ভাবে দেখা হবে।'
আরও পড়ুন - 'ভালবাসা ডট কমের' তোড়া এবার শ্যামা মা, পর্দায় ফিরছেন অভিনেত্রী মধুবনী গোস্বামী
জানা গিয়েছে, টিআরপি সেভাবে না থাকায় সিরিয়াল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে । শেষ পর্ব সম্প্রচারিত হবে আগামী ২৭ অগস্ট। ২৮ অগস্ট থেকে ওই সমুয়ে শুরু হচ্ছে নতুন সিরিয়াল।