'ফুলকি'-র (Tele Serial Fulki) জীবনে নতুন লড়াই। আর সেই লড়াই জেতার জন্য প্রস্তুত সে। এই ধারাবাহিকের (Tele Serial) নতুন প্রোমো প্রকাশ্যে আসতেই তার ইঙ্গিত মিলল।
সদ্য চ্যানেলের তরফে যে প্রোমো সামনে এসেছে, সেখানে দেখা গেল একটি বক্সিং ম্যাচ খেলতে মঞ্চে উঠছে ফুলকি। পরিবারের সকলেই উচ্ছ্বসিত। পরিবারের পাশাপাশি এই ম্যাচ নিয়ে যথেষ্ট কনফিডেন্ট ফুলকিও। সে রোহিতকে দেওয়া কথা রাখতে এক্কেবারে প্রস্তুত।
আরও পড়ুন - বড়দিনের সন্ধেয় রাজ -শুভশ্রী, জমজমাট ক্রিসমাস সেলিব্রেশন
কিন্তু মঞ্চে উঠতেই চমক। দেখা গেল, এই ম্যাচে ফুলকির প্রতিপক্ষ বেশ শক্তিশালী। যা দেকে রীতিমতো ছোট হয়ে গিয়েছে ফুলকির মুখ। পরিবারের সকলের উচ্ছ্বাসেও খানিকটা ভাঁটা পড়েছে। তাহলে কি এবার সত্যি ফুলকি হেরে যাবে? পারবে না রোহিতকে দেওয়া কথা রাখতে? এই উত্তর পেতে চোখ রাখতে হবে আগামী পর্বগুলিতে।