শিবপুর ছবির এক প্রযোজকের বিরুদ্ধে হেনস্থা করার অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হয়েছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। আনন্দবাজার অনলাইনকে, অভিনেত্রী জানান ইমেল মারফৎ দীর্ঘদিন তাঁকে হেনস্থা করা হচ্ছে। ছবির দুই জন প্রযোজক , চুক্তি সইয়ের আগে সেকথা জানতেন না স্বস্তিকা। আমেরিকাবাসী সন্দীপ সরকারও যে ছবির প্রযোজক সেটা পরে জেনেছেন অভিনেত্রী। তাঁর দাবি, সন্দীপই ইমেলে একেরপর এক হুমকি দিয়ে চলেছেন।
Swastika Mukherjee: ছবি বিকৃত করার হুমকি, স্বস্তিকা মুখোপাধ্যায়কে হেনস্থার অভিযোগ প্রযোজকের বিরুদ্ধে
এমনকি, এডিট করে তৈরী করা স্বস্তিকার ‘নগ্ন’ ছবিও ইমেল মারফৎ পাঠিয়ে হুমকি দেওয়া হয়েছে স্বস্তিকা সহযোগিতা না করলে তাঁর ছবি পর্ন সাইটে আপলোড করে দেওয়া হবে। শুধু স্বস্তিকা নন, হেনস্তার হাত থেকে রেহাই পাননি অভিনেত্রীর ম্যানেজারও। গত ২১ মার্চ গল্ফ গ্রিন থানায় বিষয়টা জানিয়ে অভিযোগ দায়ের করেন স্বস্তিকা।